পরিবেশের অতিরক্তি তাপমাত্রার কারণে আপনার শারীরিকভাবে বেশকিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেগুলো থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার হিটস্ট্রোক হওয়ার সম্ভবনা আছে কিনা। তাহলে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে পারবেন। নিম্নে বেশকিছু লক্ষণ তুলে ধরা হলো।
প্রচন্ড গরমের কারণে বেশকিছু রোগ হতে পারে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডায়রিয়া। এছাড়াও ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশি, জন্ডিস, জলবসন্ত, ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ দেখা দিতে পারে।
যেহেতু এখন প্রচন্ড তাপমাত্রা পড়তেছে সেক্ষেত্রে চলার পথে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে মোটামুটি আমরা এই প্রচন্ড তাপদাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। বাহিরে যাওয়া কমিয়ে দিন অথাৎ রোদের মধ্যে না থেকে ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করুন। বাহিরে যদি কোনো কারণে বের হন তাহলে মাথায় ক্যাপ পড়ুন। অ্যালকোহল জাতীয় পানি থেকে দূরে থাকুন। যদিও আমাদের দেশের জন্য এটি প্রযোজ্য নয়, তারপরও বাড়তি সতর্কতার স্বার্থে বললাম।
রাস্তা ঘাটে লক্ষ্য করলে দেখা যায় বিশেষ করে শহরের রাস্তা ঘাটে পথচারীরা অতিরিক্ত গরমের কারণে ফুটপাথে থাকা খোলা খাবার অর্থাৎ বিভিন্ন ধরনের শরবত, ফলের রস, আখের রস ইত্যাদি পান করে থাকেন, যা মোটেও ঠিক নয়। খোলামেলা থাকার কারণে এইসব খাবারে রাস্তার ময়লা আবর্জনা সহজে মিশে যায়। যার ফলে এগুলো শরীরের জন্য অত্যান্ত মারাত্মক বা ক্ষতিকর। অতএব, যথাসম্ভব এই্ ধরণের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।
তথ্যসূত্রঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।